প্রয়োজনীয় নিত্যপণ্য মজুত করে রাখতে নাগরিকদের প্রতি গত সোমবার আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন শীতে করোনা বা অতিবৃষ্টির কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে নাগরিকদের সম্ভাব্য খাদ্যসংকট বা উচ্চমূল্য থেকে বাঁচাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ধরনের সিদ্ধান্তে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব চলছে। বাড়ছে উদ্বেগ। তবে নেটিজেন বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এ ধরনের ‘অতি কল্পনা’ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে কমিউনিস্ট পার্টির পত্রিকা দি ইকোনমিক ডেইলি।
স্থানীয় সরকারগুলোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।