হোম > ছাপা সংস্করণ

রেলওয়ে মার্কেটের অবৈধ ৮০ দোকান উচ্ছেদ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের স্টেশন রোডের বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের ৮০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গতকাল বুধবার শহরের স্টেশন রোডের ওই মার্কেটে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব। এ সময় প্রায় ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানগুলো ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানের একপর্যায়ে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় মার্কেট কমিটির সভাপতির ছেলে রায়হান কবিরকে মারধর করতে দেখা যায়। বগুড়া আওয়ামী লীগের সাবেক নেতা এবং শুকরা এন্টারপ্রাইজের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দের লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট জায়গাটি লিজ নেয়। তবে মার্কেট নির্মাণে নিয়ম মানা হয়নি। রেলের আইন অমান্য করে পার্কিংয়ের ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। একাধিকবার নোটিস দেওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ