ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় দ্বিতীয়বার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে মোরগ প্রতীকের মাসুদুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন থেকে ৩৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে গোকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গোকর্ণ ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ৩ হাজার ৪০৫ ভোটারের মধ্যে ২ হাজার ২৯২ ভোটার ভোট দেন। অনুপস্থিত ভোটার সংখ্যা ১ হাজার ১১৩ জন। প্রাপ্ত ভোট থেকে ৩৯ ভোট বাতিল হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাহবুব আলম বলেন, সকালে থেকেই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গোকর্ণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আবুল খায়ের বলেন, গত ১১ নভেম্বর নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।