গাইবান্ধা সদরে স্থায়ী রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ির রেলগেট এলাকায় এ মানববন্ধন হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সরকার। আরও বক্তৃতা করেন মাহবুবার রহমান, মোখলেছার রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, লালমনিরহাট-শান্তাহার রুটের উজির ধরণীবাড়ি রেলগেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। লক্ষ্মীপুর-সাদুল্যাপুর যোগাযোগের পথে এই রেলগেট পড়ে; বিশেষ করে লক্ষ্মীপুর হাটের দিন অসংখ্য মানুষ ও যানবাহন যাতায়াত করে; কিন্তু ট্রেন যাতায়াতের সময় সংকেত দেওয়ার মতো গেটম্যানও নেই। তাই মানুষজন নিজের ইচ্ছেমতো যাতায়াত করেন। রেললাইনের দুপাশে গাছ থাকায় ট্রেন দেখাও যায় না। এ বছর ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
অবিলম্বে এখানে স্থায়ী রেলগেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান বক্তারা।