হোম > ছাপা সংস্করণ

ঠিকানা বলতে না পারায় হচ্ছে না বাড়ি ফেরা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সঠিক ঠিকানা বলতে না পারায় নিজ বাড়িতে ফিরতে পারছেন না আলামিন নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক। বর্তমানে তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদে আছেন।

গতকাল বুধবার চকমিরপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদের একটি কক্ষে আছেন আলামিন। তিনি শুধু নিজের নাম আলামিন, তাঁর বাবার নাম মনির আর ভাইয়ের নাম শিহাব ছাড়া আর কিছুই বলতে পারেন না। এ কথাগুলোও অনেকটা অস্পষ্ট। তাঁর ডান হাত বাঁকা। পায়ে সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না।

আলামিনকে দৌলতপুরে নিয়ে এসেছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গাপুর গ্রামের ইদ্রিস আলী। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু সেতুর কাছে একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। সেখানে এই যুবককে দেখতে পাই। বাড়ির কথা জিজ্ঞেস করায় তিনি প্রথমে রাজবাড়ীর দৌলতদিয়ার কথা বলেন। আমি তাঁকে সেখানে নিয়ে যাই।’

ইদ্রিস আলী বলেন, ‘দৌলতদিয়ায় তাঁকে কেউ চিনতে না পারায় মঙ্গলবার রাতে দৌলতপুরে নিয়ে আসি। এখানেও তাঁকে কেউ চিনতে না পারায় অবশেষে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যাই। এখানে তাঁর কোনো ব্যবস্থা না হলে আমি তাঁকে আমার বাড়িতে নিয়ে যাব।’

চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আলামিনকে দেখে আমাদের এলাকার মনে হয়নি। আমি অনেক চেষ্টা করেও তাঁর ঠিকানা না পেয়ে আমার পরিষদে রেখেছি। তাঁর আসল ঠিকানা খুঁজে পেতে ও তাঁর মা-বাবার কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা চাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ