পয়লা বৈশাখের সর্বজনস্বীকৃত গান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’। পরবর্তী সময়ে ফিডব্যাকের ‘মেলায় যাই রে’ পেয়েছিল বাঁধভাঙা জনপ্রিয়তা। পয়লা বৈশাখে প্রতিবছরই প্রকাশ পায় একগুচ্ছ নতুন গান। এবারও এর ব্যতিক্রম হবে না।
বন্যার মঙ্গলবারতা
বৈশাখ উপলক্ষে আসছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘মঙ্গলবারতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে গানটি। সংগীতায়োজনে সৈকত বিশ্বাস। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। বন্যার সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীবসহ একদল শিল্পী।
পার্থ বড়ুয়ার ‘তুরু রুতু তুরু রু’
পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘তুরু রুতু তুরু রু’। গেয়েছে ব্যান্ড এফ মাইনর। এটি মূলত চৈত্রসংক্রান্তি ও বাংলা নতুন বছরের আগমনে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’ উৎসবকে ঘিরে প্রেমের গান। গানটি প্রকাশিত হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেলে।
সন্দীপনের ‘ও ঢাকি’
সন্দীপন গেয়েছেন ‘ও ঢাকি বাজা রে ঢাক, বছর ঘুরে এল রে পয়লা বৈশাখ’। গান লিখেছেন মনিউল হক মঈন, সুর ও সংগীতে আছেন বিনোদ রায়। গানটি প্রকাশ করেছে সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল।
হাবিবের ‘জমবে মেলা’
প্রথমবারের মতো বৈশাখের গান নিয়ে এসেছেন হাবিব। ‘জমবে মেলা’ নামে তাঁর এ গান ‘গলুই’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে গানটি। ‘জমবে মেলা’ গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জারিন।
গুরু-শিষ্যের নিবেদন
গুরু-শিষ্যের নিবেদন হিসেবে অণিমা রায়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের গানটি সংগীত আয়োজন করেছেন তানভীর তারেক।
আসবে আরও গান
‘এল রে বৈশাখ’ নামে নতুন গান নিয়ে আসছেন দোলা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন, সুরও করেছেন তিনি। সংগীতায়োজনে আদিব কবির। ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ পাবে। বৈশাখ উপলক্ষে প্রকাশিত সাব্বির জামান ও মিমির দ্বৈতকণ্ঠের গান ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’। সংগীতায়োজনে সজীব দাস। লিটন অধিকারী রিন্টুর কথা ও কুমার বিশ্বজিতের সুরে কিশোরের কণ্ঠে প্রকাশ পেল ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের গান। ‘তোমার প্রেমের জন্য’ শিরোনামে একটি গান প্রকাশ করছেন শিল্পী সমরজিৎ রায়।