কুষ্টিয়ার মিরপুরে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের হলরুমে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা হয়।
এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান।
আলো স্বেচ্ছাসেবী পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক ও মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি কুদরতে খোদা সবুজ প্রমুখ।