সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। চারাদিঘিরপারের মানিক খানের বাসভবনে গত শুক্রবার রাতে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এই সভা হয়। সভায় নাগরিকদের মতামত না নিয়ে সিসিকের পানির বর্ধিত বিল বিতরণ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তাঁরা।
এ সময় সর্বসম্মতিক্রমে আজ রোববার বেলা ১১টা দিকে নগর ভবনের সামনে পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে ওই ওয়ার্ডবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে সিসিক মেয়র বরাবর স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত হয়। সভায় এম এ মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন মকসুদ হোসেন, মিসবাহ উদ্দিন, দিলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, আব্দুল কাহির, জাকারিয়া আহমদ প্রমুখ।