রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চার শিক্ষককে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক।
সহকারী পরিচালক জানান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল কবীর বিপ্লব এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক তানিয়া নুসরাতকে।
এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল হুদা লিটন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরনবী ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে চারজনকে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।