হোম > ছাপা সংস্করণ

১৫ মার্চ থেকে টিসিবির পণ্য পাবেন নিবন্ধিতরা

মিঠাপুকুর প্রতিনিধি

১৫ মার্চ থেকে মিঠাপুকুর উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে। শুধু নিবন্ধিতরাই টিসিবির পণ্য কিনতে পারবেন। নতুন এবং পুরোনো মিলিয়ে উপজেলার ৪১ হাজার ৩৮১ পরিবার এই সুবিধা ভোগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার দেশে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির আওতায় রংপুরের মিঠাপুকুরে ৪১ হাজার ৩৮১ পরিবার সরকারনির্ধারিত দরে টিসিবির পণ্য কিনতে পারবে। ৪১ হাজার ৩৮১ উপকারভোগীর মধ্যে পুরোনো উপকারভোগী আছেন ১০ হাজার ১৩৩ জন, যারা করোনার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মোবাইল হিসাবে ২৫০০ করে টাকা পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, উপকারভোগীদের জন্য কার্ড তৈরি করা হচ্ছে। ১৫ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে বলে আশাবাদী তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম জানান, কার্ডধারী প্রত্যেক উপকারভোগী নির্ধারিত সময়ে ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়া ছোলা ও খেজুরও পাওয়া যেতে পারে।

তবে ডিলারের সংখ্যা কম হওয়ায় টিসিবির পণ্য বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। মাত্র ৬ জন ডিলার ১৭ উপজেলায় পণ্য বিক্রি করবেন বলে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ