হোম > ছাপা সংস্করণ

অ্যাশেজের ইউরোপ ট্যুর

দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপ মাতাতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। দেশের বাইরে এর আগে কোনো কনসার্টে গান পরিবেশন করেননি জুনায়েদ ইভান ও তাঁর সতীর্থরা।

অ্যাশেজ তাদের ইউরোপ ট্যুর শুরু করবে ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। বিজয় দিবস উপলক্ষে নেদারল্যান্ডসের কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ডাচ-বাংলা কালচারাল সেন্টার।

এরপর ২৩ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং ২৬ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে কনসার্ট করবে ব্যান্ডটি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাশেজের দলনেতা-ভোকাল জুনায়েদ ইভান।

কনসার্টগুলোতে অংশ নিতে ইতিমধ্যে নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছেন ব্যান্ডের সদস্যরা। রওনা দেওয়ার আগে জুনায়েদ ইভান বলেন, ‘প্রথম বিদেশ সফরেই আমাদের ইউরোপ যাত্রা! আয়োজনগুলো প্রবাসী বাঙালিদের জন্য। তাঁদের জন্য গাইতে পারাটা সত্যিই আনন্দের। দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে আমাদের।’

এ মাসের শেষ দিকেই দেশে ফিরবে অ্যাশেজ। দেশে ফিরে ৩০ ডিসেম্বর নেত্রকোনা ও ৩১ ডিসেম্বর মুন্সিগঞ্জে পারফর্ম করবে তারা।

সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে গিয়েছিলেন অ্যাশেজের দলনেতা জুনায়েদ ইভান। স্পটিফাইয়ের কার্যালয় পরিদর্শনের পাশাপাশি এক অনুষ্ঠানে নিজের সংগীতজীবনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন ইভান। লাইভ গান করেন স্পটিফাইয়ের স্টুডিওতে। তাঁকে নিয়ে নির্মাণ করা হয় একটি বিশেষ প্রমোশনাল কনটেন্ট।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ