গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের নয় ঘণ্টা পর হাবিবুর রহমান মুছা (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাবিবুর টঙ্গীর খাঁ পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) ইলতুৎ মিশ।
সংবাদ সম্মেলনে মিশ বলেন, গত সোমবার বিকেলে তিনটার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায় হাবিবুর রহমান মুছা। পড়া শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাবিবুর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটির বাবা মতিউর রহমানের মোবাইল ফোন নম্বরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
জিএমপির এ কর্মকর্তা বলেন, শিশুটির পরিবার টঙ্গী পশ্চিম থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টঙ্গীর আউচপাড়া এলাকার জিয়াউর রহমানের বাসার ছাদ থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
ইলতুৎ মিশ বলেন, এ সময় জামালপুরের ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের শাহাদত হোসেনের ছেলে মিনহাজ উদ্দিন (১৯) ও একই এলাকার সওদাগর শেখের ছেলে সুমন মিয়া (২০) নামের দুজনকে আটক করা হয়েছে। মিনহাজ ও সুমন টঙ্গীর আউচপাড়া এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। শিশুটির পরিবার অপহরণ মামলা করলে সে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখা হয়েছে।