হোম > ছাপা সংস্করণ

আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা ও উত্তেজনা দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে মেয়র কাদের মির্জার পক্ষে বসুরহাট পৌরসভা এলাকায় আজ বুধবার কালো দিবস উল্লেখ করে সর্বত্র কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের জন্য মাইকিং করা হয়। আবার বেলা ৩টায় বসুরহাট পৌর ভবনের বটতলায় প্রতিবাদ সভার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক পেজ ও প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত উপজেলার সর্বস্তরের দলীয় নেতা-কর্মী এবং বসুরহাট বাজারের ব্যবসায়ীদের কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করার জন্য আহ্বান করা হয়। একই দিন বিকেলে চাপরাশিরহাট বাজারে প্রতিবাদ সভা ও সমাবেশের আহ্বান করেছে মূল আওয়ামী লীগ দাবিদার দলের এ অংশটি।

জানা গেছে, মেয়র কাদের মির্জা গত বছরের ৯ মার্চ রাতে পৌর ভবনে তাঁকে হত্যার উদ্দেশ্যে দুই হাজার গুলি বিনিময়, অটোরিকশাচালক আলাউদ্দিন হত্যা ও নেতা-কর্মীদের গুলি করে আহত করার প্রতিবাদে প্রতিবছর ওই দিনটিকে কালো দিবস আখ্যায়িত করে এ কর্মসূচি দেন।

অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা, ঘটনার প্রতিবাদে রুপালি চত্বরে প্রতিবাদ সভায় মেয়র কাদের মির্জা বাহিনীর হামলা এবং ওই রাতে পুলিশ প্রশাসন পৌরসভা ভবনে অভিযান চালাতে গেলে মেয়র কাদের মির্জা বাহিনী ও পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন পৌর এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় পৌর ভবন থেকে ছোড়া গুলিতে নিহত হন। এক বছর পার হলেও এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রতিবাদে দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে আওয়ামী লীগের বিবদমান উভয়পক্ষের কর্মসূচি ঘোষণা করায় জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা ও উত্তেজনা দেখা দিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ