জলবায়ু সুবিচার দাবিতে বরিশালে ধর্মঘট, পদযাত্রা ও প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করেছে শিক্ষার্থী ও তরুণেরা। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডে ধর্মঘট শেষে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বরফের ওপর প্রতীকী ফাঁসি নেন শিক্ষার্থীরা। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা জানান, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখতে হবে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী রাষ্ট্রকে গরিব দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে হবে। আদায় করা অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ব্যবহারের পাশাপাশি বিশ্ব নেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তরুণ বক্তারা।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল ইউনিটের সমন্বয়ক কথক বিশ্বাস জয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক সাহ্ সাজেদা, প্রতীকী যুব সংসদের অর্থ পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন নবীন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মো. সালেহ্, ক্লাইমেট ফিন্যান্স, ব্রিটিশ কাউন্সিলের কর্মসূচি ব্যবস্থাপক ময়ূরী আক্তার টুম্পা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ।