হোম > ছাপা সংস্করণ

২৩ শতাংশ মানুষ টিকার আওতায়

মাগুরা প্রতিনিধি

চলতি বছরের সাত ফেব্রুয়ারি মাগুরা জেলায় শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। সেপ্টেম্বরের শেষের দিকে জেলার মোট জনসংখ্যার ২৩ শতাংশ করোনার টিকার আওতায় এসেছে। নিয়মিত টিকা দেওয়া ছাড়াও ক্ষেত্র বিশেষে গণটিকার আয়োজন করার ফলে এত সংখ্যক মানুষকে টিকা দেওয়া গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

করোনার টিকা প্রথম দেওয়া শুরু হয় মাগুরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায়। ওই সময় প্রাথমিকভাবে শুধু আগে করা তালিকা অনুযায়ী টিকা দেওয়া হয়। সে ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, সংবাদকর্মীসহ জরুরি পরিসেবাগুলোর কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি থেকে চলতি মাসে মাগুরায় দুই ধরনের করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমদিকে অ্যাস্ট্রাজেনকা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এ পর্যন্ত এই টিকা প্রথম ডোজ ৯৯ হাজার ৮১৪ জনকে দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৫৩ হাজার ২৭১ এবং মহিলা ৪৬ হাজার ৫৪৩ জন। এই টিকা দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে ৪৪ হাজার ৭১৮ জনকে। যার মধ্যে পুরুষ রয়েছে ২৬ হাজার ১৪৯ এবং মহিলা ১৮ হাজার ৫৬৯ জন রয়েছে।

অ্যাস্ট্রাজেনকা টিকার পাশাপাশি গত দুই মাস ধরে সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে প্রথম ডোজ ১২ হাজার ৩৪৭০ জনকে। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৯৯৪ এবং নারী ছিলেন ৬০ হাজার ৪৭৬ জন। সিনোফার্ম ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ৬৩ হাজার ৩২০ জনকে। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৭২৬ এবং নারী ৩০ হাজার ৫৯৪ জন।

মাগুরা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, টিকা গ্রহীতাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাভাবিক জ্বর কিংবা শরীরে তাপমাত্রা হয়তো স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে।

সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে জানান, মাগুরা টিকাদানের ক্ষেত্রে সারা দেশের জেলাগুলোর মধ্য প্রথম দিকে রয়েছে। জনসংখ্যা অনুসারে এখন পর্যন্ত প্রায় ২৩ শতাংশ মানুষকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ