যশোরের অভয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ প্রার্থীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ৪ চেয়ারম্যান পদপ্রার্থী ও ২ সদস্য প্রার্থী রয়েছেন। গত রবি ও সোমবার প্রেমবাগ ও পায়রায় এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার।
প্রেমবাগ ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনকে দুই হাজার টাকা, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম সিরাজুল ইসলাম মান্নুকে পাঁচ হাজার টাকা এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রাজিব হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আগের রাতে একই অপরাধে পায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান বিশ্বাসকে সাত হাজার টাকা, চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলমকে সাত হাজার টাকা এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মারুফ হোসেনের এজেন্ট হাসেম আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।