কুষ্টিয়ার কুমারখালীতে কথা-কাটাকাটির জেরে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে জখমের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আহত চালক মারুফ হোসেন (২৪) মামলাটি করেন।
আসামিরা হলেন হামলার সময় আটক সদর উপজেলার উত্তর মিলপাড়ার গোলাম মোহম্মদের ছেলে নুর আলম (২৩) ও রাজধানীর উত্তরার শহীদ শেখের ছেলে শিমুল (২১)।
আহত ভ্যানচালক কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সেরকান্দি গ্রামের মৃত মফিন শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মারুফ ভ্যান নিয়ে আসার পথে নুর আলম ও শিমুল নামে ওই দুই যুবকের ধাক্কা লাগে। এতে ভ্যানে সামনের খাঁচা ভেঙে যায়। ক্ষতিপূরণ চাইলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে একজন পকেট থেকে ছুরি বের করে পায়ে আঘাত করেন। মারুফের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে যায় এবং ওই দুই ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার নুর আলম ও শিমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।