নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীরা চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। গত রোববার দুপুরে ২টার দিকে মাধবদীর পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন রাইন ওকে মার্কেটের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক হলেন, মাধবদীর বিরামপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফুয়াদ মিয়া (১৯) ও জসিম মিয়ার ছেলে উদয় মিয়া (১৯)। ফুয়াদ ও উদয় পরস্পর বন্ধু ও সহপাঠী। তারা নরসিংদী শহর থেকে কাজ শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নিয়ে নরসিংদী শহরে আসেন ফুয়াদ ও উদয়। কাজ শেষ করে ঢাকা–সিলেট মহাসড়ক ধরে ফেরার পথে দুপুর ২টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছেন।