গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তুলাভর্তি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল পৌর এলাকার উত্তরবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল সকাল ৭টার দিকে সড়কের পাশে তুলাভর্তি ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের ওপরে ঝুলে থাকা বিদ্যুতের দুটি তার একসঙ্গে হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে তুলাভর্তি ট্রাকে আগুন লেগে যায়।
খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।