মধুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর রাতে টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার টেংরি সিঅ্যান্ডবি মোড়ে ছোঁয়া স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোকান মালিক আশরাফুজ্জামানের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
জানা যায়, টেংরি গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান সুমন বিভিন্ন কোম্পানির ডিলারশিপের ব্যবসা করেন। দোকানের সঙ্গে লাগোয়া কয়েকটি কক্ষ গুদাম ও বসবাসের জন্য ব্যবহার করেন তিনি। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। দোকান ও বাসাবাড়ির জিনিসপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের আব্দুল্লাহ আল জামান বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’