কুয়াকাটায় রাসপূর্ণিমায় ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্র চত্বরে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ব্যক্তিত্ব অনন্ত মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলাশির্বাদক মতুয়াচরন অমিতাভ ঠাকুর। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপতিচার্য ঠাকুর শিবু। এতে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. গোকুল চন্দ্র বিশ্বাস। সম্মেলনে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন ব্রাহ্মচারী শ্রীমৎ রবি পাগল।
শুরুতে অতিথিদের মাল্যাদান করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীত, মহানাম কীর্তনসহ নানা আয়োজনে সারা রাত ভক্তদের মাতিয়ে রাখা হয়।