নীলফামারীতে সড়কে প্রাণ গেল নূর নাহার বেগম (৩৫) নামে এক পোশাকশ্রমিকের। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের কালীবাড়ী মোড় এলাকায়। নিহত নূর নাহার সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নূর নাহার বেগম রাতে ঢাকা যাওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে দেবর ফরিদ আহমেদের মোটরসাইকেলে করে শহরে আসেন। বাস স্টেশনে পৌঁছার আগেই পেছন থেকে পাট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় নূর নাহার বেগম। ঘটনার পর উপস্থিত লোকজন ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যান।