ফায়ারিং রেঞ্জ (প্রস্তাবিত) স্থাপনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) জমি দান করলেন একজন বীর মুক্তিযোদ্ধা। গত মঙ্গলবার সকালে সিএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর হাতে জমির দানপত্রের দলিল তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা।
এ সময় উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেনসহ ওই মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বীর মুক্তিযোদ্ধা হিসেবে মো. আবদুল হান্নান রানার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা যেন আরও ভালোভাবে কাজ করতে পারে এ জন্য জমি দান করেছি।’ আরও ভালো কাজ করে জনগণের সেবায় এগিয়ে আসবে পুলিশ—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।