খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন শনিবার রাত থেকে নিখোঁজ। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে।
এদিকে গতকাল রোববার সকালে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধারে দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
নিখোঁজ ইমান হোসেনের ছোট ভাই মো. আকতার হোসেন আজকের পত্রিকা বলেন, ‘কারও সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব কিংবা বিরোধ নেই। কে বা কারা বা কোন উদ্দেশ্যে তাঁকে অপহরণ করেছে, তা জানি না। তাঁর অক্ষত উদ্ধার চাই।’
আকতার হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে বাজার থেকে ফেরার আগে তাঁর স্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় জিনিস কেনার বিষয়ে কথা বলেন। কেনাকাটা সেরে বাড়িতে রওনা দিলেও সকাল পর্যন্ত ঘরে আসেননি তিনি। তাঁর মোবাইলে ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ-খবর নিয়েও তাঁকে পাওয়া যায়নি। সকালে বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে একটি জঙ্গলে মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম নিখোঁজের বিষয়ে বলেন, ‘পারিবারিকভাবে বিষয়টি অবহিত হয়ে নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। গভীরভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো নিখোঁজ ব্যক্তির পক্ষে কেউ লিখিত অভিযোগ করেনি।’
এদিকে যুবলীগ নেতার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়ি বড়বিলে আত্মীয়-স্বজন ও রাজনৈতিক নেতারা ছুটে যান। এ সময় তাঁর চাচা সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন সবাইকে সান্ত্বনা দেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সহসভাপতি মো. মোকতাদের হোসেন এক বিজ্ঞপ্তিতে ইমান হোসেনকে উদ্ধারে দাবি জানান।