ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের বিজয়ী চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা উন্মুক্ত মঞ্চে এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অবসর) ডা. নাসির উদ্দীন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা প্রমুখ।