কোনো নেতার সঙ্গে গ্রুপিংয়ে না জড়িয়ে দল গোছাতে যুবলীগকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহীনুর রহমান। গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মসিকের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শাহীনুর রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যুবলীগ গড়তে ময়মনসিংহ মহানগর যুবলীগ বদ্ধপরিকর।’
মহানগর যুবলীগের সদস্য জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি রাসেল পাঠান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আব্দুল্লাহ প্রমুখ।