বরগুনার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ নভেম্বর পুনঃভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গত শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সিদ্ধান্ত প্রকাশিত হয়।
বরগুনার ১৪টি ইউপির মধ্যে এম বালিয়াতলী একমাত্র ইউপি যেখানে শুধুমাত্র চেয়ারম্যান পদে আবার ভোট গ্রহণ করা হবে। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ২য় ধাপের নির্বাচনে এম বালিয়াতলী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল ইসলাম নাসির নৌকা প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল আনারস প্রতীকে সমপরিমাণ ৫ হাজার ৭০০ ভোট পান।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার বলেন, ‘নির্বাচনে শুধুমাত্র একই ভোটপ্রাপ্ত দুজন প্রার্থী অংশ নেবেন।’