ভুয়া কাগজপত্র দিয়ে জালিয়াতির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর অভিযোগে শাহ মো. আলী শাওন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাওন সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
এতে বলা হয়েছে, শাহ মো. আলী শাওন সৌদি আরব প্রবাসী। তিনি বিভিন্ন ব্যক্তিকে ভ্রমণ ভিসায় বিদেশে নিয়ে যেতেন। এরপর জালিয়াতির আশ্রয় নিয়ে তাঁদের ভুয়া আকামা (ওয়ার্ক পারমিট) করে দিতেন। এই আকামা করে দেওয়ার জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল টাকা আদায় করতেন।
ভুয়া আকামার কারণে অনেকে সৌদি আরবে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে অনেকে কারাবাস করেছেন।
সম্প্রতি মো. আলী শাওন এক ব্যক্তির কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়ে জাল ভিসার মাধ্যমে তাঁকে সৌদি আরব পাঠান। সৌদিতে যাওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জেলে পাঠায়।
পরে ভুক্তভোগীর পরিবার ৫ লাখ টাকা খরচ করে ২৭ মাস পর জেল থেকে তাঁকে ছাড়িয়ে আনে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী র্যাব কার্যালয়ে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব শাহ মো. আলী শাওনকে আটক করা হয়। এরপর মানব পাচার আইনে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়।