হোম > ছাপা সংস্করণ

আনসার সদস্যদের ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় মাহফুজুর রহমান খান (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। গ্রেপ্তার মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‍্যাব-১১ কুমিল্লা ও লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালায়। অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে মাহফুজুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান গেট দিয়ে অটোরিকশা প্রবেশ করানোকে কেন্দ্র করে গেটে দায়িত্বরত আনসার সদস্য মনসুর ও মিল্লাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে ছুরি দিয়ে দুই আনসার সদস্যের ওপর হামলা চালান। আহত আনসার সদস্যদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সুধারাম মডেল থানায় সোপর্দ করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন মাহফুজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ