গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পূর্ব জাফলং ইউনিয়ন দল লেঙ্গুড়া ইউনিয়ন কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. তাহমিলুর রহমান।