ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, চারঘাট পৌরসভার মেয়র মো. একরামুল হক, ভায়ালক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঃ মজিদ প্রমুখ।