জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে গতকাল বৃহস্পতিবার বরিশালের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড-বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে।
বাবুগঞ্জ: ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ প্রতিপাদ্যে বাবুগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আগৈলঝাড়া: শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
হিজলা: হিজলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বিক সহযোগিতায় কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন প্রমুখ।