রাঙামাটিতে গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা উপসর্গ নিয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত রোববার রাতে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৩৫টি নমুনা পরীক্ষা করে একজনের শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ২ দশমিক ৮৬ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী শনাক্ত হননি।
রাঙামাটি জেলার করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল জানান, এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২১৯ জনের। এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। জেলায় করোনা সংক্রমণে হার ১৬ দশমিক ৫৯ শতাংশ।
বর্তমানে জেলায় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। তাঁদের মধ্যে একজন রয়েছেন আইসোলেশন সেন্টারে। বাকিরা হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন। ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।