হোম > ছাপা সংস্করণ

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার ১০

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ জন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-৪। গত রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. মাসুদ রানা (৪০), ময়মনসিংহের ইকবাল হোসেন রতন (৪২), ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. শাহাদত হোসেন (৩০), মো. সঞ্চয় (৩০), যশোরের মো. পান্নু হাওলাদার (৩৪), রংপুরের মো. আলম মোল্লা (৩৭), ফরিদপুরের মো. আব্দুল্লাহ আল হেলাল (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে নবীনগরে অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ১০ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তাঁরা তাঁকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি ও দোকান তুলে দেওয়ার হুমকি দিয়ে চাঁদার টাকা আদায় করতেন।

লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ