হোম > ছাপা সংস্করণ

চুরিতে বাধা, আনসার সদস্যের ওপর হামলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় চুরিতে বাধা দেওয়ায় তিন আনসার সদস্যদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত বিএসআরএম কারখানার উত্তর পূর্বাংশে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার রাতে ৩০-৩৫ জন কারখানার সীমানার ভেতরে ঢুকে রিপেয়ার টুলস চুরি করছিল। এতে আনসার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা আনসার সদস্যদের ওপর হামলা করে।

দুর্বৃত্তরা বিএসআরএম কারখানার ভেতরে থাকা দুটি ক্রেন স্টোবার, ৬টি ক্রেনের টার্চ পাইচ ও দুটি ডাম্প ট্রাকের বামপার নিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহতরা হলেন রামধন চন্দ্র দাস, মিজানুর রহমান ও মো. মফিজুল ইসলাম।

সোনাপাহাড় বিএসআরএম কারখানার সহকারী ব্যবস্থাপক মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় অজ্ঞাত ৩০-৩৫ জনের একটি চোরের দল ছুরি, রামদা, চাপাতি ও রড নিয়ে আমার প্রতিষ্ঠানে চুরির উদ্দেশে আসে। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের কেন ভেতরে আসছে জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনদিক থেকে হত্যার উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিনজন আনসার সদস্য আহত হয়েছেন।’

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) মো. আবুল খায়ের বলেন, এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ