হোম > ছাপা সংস্করণ

নারীদের বিষয়ে কথা বলে বিপাকে সোনালি

‘ভারতীয় নারীরা অলস’ এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী সোনালি কুলকার্নি। এমন মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় তীব্র কটাক্ষ। বাধ্য হয়ে গতকাল ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সোনালি।

ঘটনার শুরু কয়েক দিন আগে। জেন্ডার সমতাবিষয়ক এক সভায় সোনালি বলেন, ‘ভারতীয় নারীরা আসলে অলস। তাঁরা এমন প্রেমিক বা স্বামী চান, যাঁদের কাছে ভালো চাকরি আছে, বাড়ি আছে, যাঁর মাইনে প্রতিবছর বাড়বে, প্রমোশন হবে। কিন্তু সেই নারীরা নিজেদেরকে সাহস করে এই প্রশ্ন করতে পারেন না যে এমন পুরুষকে বিয়ে করার পর তাঁরা নিজেরা কী করবেন?’

ওই অনুষ্ঠানে সোনালি আরও বলেন, পুরুষদের ওপর উপার্জনের চাপ থাকে বেশি। অনেক পুরুষ তো ১৮ বছর না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে 
২৫-২৭ বছর পর্যন্ত বেশির ভাগ নারী কাজ করার কথা ভাবেনই না। সোনালির উপদেশ, সবাই বাড়ির নারীদের উৎসাহ দিন, যাতে তাঁরা নিজের খরচ নিজে বহন করতে পারেন এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারেন।

এমন বক্তব্যে অনুষ্ঠানস্থলে দর্শকদের ব্যাপক সমর্থন পান সোনালি। কিন্তু অনলাইনে তাঁর এ বক্তব্য ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। বেশির ভাগ নারী সোশ্যাল মিডিয়ায় সোনালির এই বক্তব্যের বিরোধিতা করেন। শুরু হয় সোনালিকে নিয়ে তীব্র কটাক্ষ।

পরিস্থিতি সামাল দিতে গতকাল ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে সোনালি লিখেছেন, ‘নারী হয়ে অন্য নারীদের অনুভূতিকে আমি আঘাত করতে চাইনি; বরং বহুবার নারীদের সমর্থনে কথা বলেছি। আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। কোনো শিরোনামে আসা আমার উদ্দেশ্য নয়।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ