ময়মনসিংহে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘১৩শত নদী সুধায় আমাকে’ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে গত রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলায় নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এ ছাড়া জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হামিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের প্রায় সব নদী নাব্য হারিয়ে জীর্ণ শুষ্ক হয়ে গেছে। এটি আমাদের মনকে চরমভাবে নাড়া দেয়। আজ থেকে ৫০ বছর আগে নদী কেমন ছিল, এখনকার প্রজন্ম নদীকে কেমন দেখছে তা আমাদের ভাবিয়ে তোলে।
বক্তারা আরও বলেন, নদীকে রক্ষা করতে বর্তমান তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদীগুলোয় প্রাণ ফিরে ফিরতে পারে।