হোম > ছাপা সংস্করণ

‘আমাদের কোনো পারমিশন লাগে না’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে হাতবোমা মেরে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে। ৯ দিন পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও মামলার আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. মিজান প্রকাশ্যে শীতকালীন মেলার আয়োজন করেছেন।

গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহণের দিন শুভাঢ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুভাঢ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে হাতবোমা মেরে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন প্রার্থীর সমর্থকেরা। এ ঘটনায় ৩০ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন থানার উপপরিদর্শক মো. ফজর আলী। মামলায় শুভাঢ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, নবনির্বাচিত ইউপি সদস্য মিঠু হোসেন এ্যানি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. মিজানসহ ১৩ জনকে আসামি করা হয়। মামলা হওয়ার পর ৯ দিন পার হয়ে গেলেও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানতে চাইলে মো. মিজান মোবাইল ফোনে জানান, প্রতি সপ্তাহে বুধবার মেলার আয়োজন করা হয়। করোনাকালীন মেলা করার জন্য কোনো অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কোনো পারমিশন-টারমিশন লাগে না।’

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এমনটি হওয়ার কথা নয়, বিষয়টি খতিয়ে দেখছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ