যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে চীনের গুয়াংজুতে কার্যালয় উদ্বোধন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল সোমবার বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইনস গুয়াংজুতে এই নিজস্ব কার্যালয় উদ্বোধন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গুয়াংজু শহরে নতুন এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। চীনের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিমানের জন্য এটি অত্যন্ত লাভজনক গন্তব্য হবে।’