পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শাহ আলম, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক।