গাজীপুরের শ্রীপুর উপজেলা কাওরাইদ রেলওয়ে স্টেশনের পাশে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন অজ্ঞাত এক যুবক। গত ১৮ ফেব্রুয়ারি তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বেচ্ছাসেবী সংগঠন এসআরটির কয়েকজন সদস্য। তাঁরা যুবকের পরিচয় জানতে ফেসবুকে প্রচার চালান, তবু মেলেনি পরিচয়। অবশেষে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় সেই যুবক মারা যান।
এসআরটির শ্রীপুর এরিয়া কমান্ডার জুবায়ের আহমেদ বলেন, সোমবার শ্রীপুর পৌর গণকবরস্থানে মৃত যুবককে দাফন করেছে তাঁদের সংগঠন।
শ্রীপুর থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘অজ্ঞাত এক রোগীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যাই। লাশের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।’