চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ১ মাসে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা এখন সুস্থ। যে কারণে বর্তমানে এই উপজেলায় করোনায় আক্রান্ত কোনো রোগী নেই।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মো. খোরশেদ আলম বলেন, গত ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে ৫২টি নমুনা ও চাঁদপুরের ভাষাবিদ এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জনের করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন বলেন, শাহরাস্তিতে বর্তমানে কোনো করোনা রোগী নেই। গত ২৫ দিনের রিপোর্টে কেউ আক্রান্ত হয়নি। তবে নমুনা পরীক্ষা শূন্যের কোটায় নেমে না আসা পর্যন্ত করোনা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে এ কথা বলা যাবে না।
উল্লেখ্য, উপজেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবে ১ হাজার ৮৭৪টি ও চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ২ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন।