জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতা হায়দার আলী চাঁনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলার ৭ নম্বর সিধুলী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত রোববার তাকে বহিষ্কার করা হয়। মো. হায়দার আলী চাঁন সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহসভাপতি ছিলেন।
গত রোববার সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরণ ও সাধারণ সম্পাদক কে. এম আশরাফ হোসেন এই বহিষ্কারের আদেশে স্বাক্ষর করেন। এতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়।