হোম > ছাপা সংস্করণ

টিকা নিতে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাদাগাদি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদির চিত্র দেখা যায়। এ চিত্র স্থানীয় কয়েকজন সাংবাদিকসহ ৭১ টেলিভিশনের লৌহজং সংবাদদাতা মানিক মিয়া ক্যামেরায় বন্দীর সময় তাতে বাধা দেন ডা. শফিকুল বাসার। এ সময় তিনি সাংবাদিকদের হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে গতকাল বুধবার জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক মানিক মিয়া। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহ করতে যান স্থানীয় কয়েকজন সাংবাদিক। করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা থাকলেও সরকারি প্রতিষ্ঠানেই তা মানা হচ্ছে না। সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের গাদাগাদির চিত্র দেখা যায়। এ সময় সাংবাদিকেরা সে চিত্র ক্যামেরায় বন্দী করেন। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে গাদাগাদি করা রোগীদের চিত্র ক্যামেরায় ধারণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শফিকুল বাসারের রুমেও একই চিত্র দেখা যায়। এ সময় চিকিৎসক শফিকুল বাসার সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন এবং সংবাদ সংগ্রহের কাজে বাধা দেন। সাংবাদিকেরা বিষয়টি তখনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুস সালেহীনকে জানান। কিন্তু তখন লিখিত অভিযোগ না পেলে এর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, বুধবার এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ ফকির জানান, সাংবাদিকদের সঙ্গে এ রকম আচরণ করা মোটেও ঠিক হয়নি। জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলা হয়েছে। এদিকে লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ আচরণ কাম্য নয়। আমরা একে অপরের সহযোগিতা কামনা করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ