আলোচনা ও সমালোচনার দুই পাড়েই আছড়ে পড়ছে ‘অ্যানিমেল’ ঝড়। বক্স অফিস আয় দিয়ে যেমন আলোচিত, তেমনি দর্শক প্রতিক্রিয়ায় সমালোচিত। নারিবিদ্বেষী, ভয়ংকর টক্সিক, অত্যন্ত হিংস্র, বীভৎস শব্দগুলো দর্শকের মুখে মুখে। এসবের মধ্য়েই আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। স্ক্রিনটাইম কম হলেও রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য় তৈরি করেছে বিতর্কের সুনামি! সেই সুনামিতেই আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী।
অ্যানিমেলে মাত্র ১০ মিনিটের উপস্থিতি বদলে দিয়েছে তৃপ্তি দিমরির ভাগ্য। রাতারাতি তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ৬ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখে। ভারতীয় গণমাধ্যম বলছে ভারতের নতুন ক্রাশ এখন তৃপ্তি দিমরি। অ্যানিমেল মুক্তির সপ্তাহখানেকের মধ্যে নতুন সিনেমার খবরও দিয়েছেন তিনি। অ্যানিমেলের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর বিপরীতে থাকবেন দক্ষিণি তারকা প্রভাস।
সমালোচিত হয়ে শিরোনামে এলেও বিব্রত নন তৃপ্তি। এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি জানি আমার আর রণবীরের অন্তরঙ্গ দৃশ্য় নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। কিন্তু আমি এমন একজন মানুষ যে সমালোচনায় বিন্দুমাত্র বিচলিত হওয়ার পাত্রী নই। আমি তো জানি, দৃশ্যগুলোর শুটিং কিভাবে হয়েছিল।’
সমালোচনা দিয়ে আলোচনায় এলেও তৃপ্তি দিমরি বলিউডে নতুন নন। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে তাঁর অভিষেক। পরের বছর ‘লায়লা মজনু’তে অভিনয় করে পরিচিতি পান। ২০২০ সালে নেটফ্লিক্সে ‘বুলবুল ওয়েব’ সিরিজ আলোড়ন তোলে। সিরিজের বুলবুল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তৃপ্তি। গত বছর ‘কলা’ সিরিজেও তাঁর অভিনয় সমালোচকদের মুগ্ধ করে। তবে সবকিছুকে যেন ছাপিয়ে গেল তৃপ্তি অভিনীত অ্যানিমেল সিনেমার জয়া চরিত্রটি।