বরিশাল বিভাগে গত তিন মাসে ২৭৫ জনের অপমৃত্যু হয়েছে। পারিবারিক কলহ, মানসিক সমস্যা, হতাশা, অভিমানের কারণে সবচেয়ে বেশি অপমৃত্যু ঘটেছে। শতকরা হারে ৬০ ভাগ পুরুষ ও ৪০ ভাগ নারী অপমৃত্যুর শিকার হয়েছেন। বরিশাল রেঞ্জ পুলিশের কার্যালয় থেকেই এই তথ্য পাওয়া গেছে।
সূত্রমতে, গত আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত বরিশাল বিভাগে গলায় ফাঁস লাগিয়ে ৯৪ জন, পানিতে ডুবে ৬৫ জন, বিষপানে ৪০ জন, সড়ক দুর্ঘটনায় চারজন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ৩৫ জন, বজ্রপাতে তিনজন, গাছ থেকে পড়ে দুজন, ছাদ থেকে পরে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।
রেঞ্জ পুলিশের তথ্য মতে, গত তিন মাসে বরিশাল জেলায় ৪২টি, পটুয়াখালীতে ৮২টি, ভোলায় ২৯টি, পিরোজপুরে ৫৫টি, বরগুনায় ৪২টি এবং ঝালকাঠিতে ২৫টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৮৭টি অপমৃত্যু মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বরিশাল বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ূন কবীর বলেন, আত্মহত্যা প্রতিরোধে সবার আগে পরিবারের সহযোগিতা দরকার। পাশাপাশি সমাজেও সচেতনতা বাড়ানো জরুরি।