হোম > ছাপা সংস্করণ

বিতর্কের মাঝেই নতুন গান নিয়ে হাজির শাহরুখ-দীপিকা

চার বছরের বেশি সময় পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমা মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এর আগেই ‘পাঠান’ নিয়ে চর্চা চলছে চারদিকে। ১২ ডিসেম্বর এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ পাওয়ার পর থেকেই চলছে আলোচনা-সমালোচনা। অশ্লীলতার অভিযোগে ‘পাঠান’কে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এমনকি শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন উত্তর প্রদেশের এক সাধু। তাঁর অভিযোগ, সিনেমাটিতে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে।

চারদিকে যখন ‘বেশরম রং’ গানটি নিয়ে তুমুল বিতর্ক, তখনই সিনেমার দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ নিয়ে হাজির শাহরুখ-দীপিকা। জমজমাট নাচের এই গানে শাহরুখ ও দীপিকার নাচ ও পশ্চিমা ধাঁচের পোশাক দারুণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। শাহরুখ-দীপিকার পেছনে নাচতে দেখা গেছে এক ঝাঁক নৃত্যশিল্পীকে। ইউরোপের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে এর ভিডিও। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তাঁকে সঙ্গ দিয়েছেন সুকৃতি কক্কর। গানটির সংগীত পরিচালক বিশাল দাদলানি ও শেখর রাভজিভানি। তাঁরাও গানের কিছুটা অংশ গেয়েছেন। গানের কথা লিখেছেন কুমার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুক্তি পরপরই গানটি লুফে নিয়েছে নেটিজেনরা। প্রথম চার ঘণ্টার মধ্যেই ৫০ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন নতুন এই গান। ধারণা করা হচ্ছে, গানটি ভিউয়ের দিক থেকে ‘বেশরম রং’কে ছাড়িয়ে যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, আশুতোষ রানাসহঅনেকেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ