পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. রফিক (৩৬)। রাজশাহীর পবা উপজেলার নওহাটা বেতকুড়ি গ্রামে তাঁর বাড়ি। র্যাবের ভাষ্য অনুযায়ী, তিনি অস্ত্র ব্যবসায়ী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পুঠিয়ার শিবপুর জাইগিরপাড়া কলাহাটা থেকে রফিককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।