হোম > ছাপা সংস্করণ

মইয়ের কত রূপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মই চেনেন না বা তার ব্যবহার জানেন না তেমন মানুষ সম্ভবত খুঁজে পাওয়া কঠিন। বহু কাজের কাজি এই মই যখন পড়ে যায় বাতিলের খাতায়, তখন এর পরিণতি নিয়ে আর একবার ভাবা যেতেই পারে। পুরোনো মই দিয়ে অনেক কিছুই করা যায়, যা বাসাবাড়িতে আনে ভিন্নমাত্রা।

কাপড়ের আলনা
পাশাপাশি কাঠের দুটো মই মাপমতো জায়গা রেখে একই সমান্তরালে দাঁড় করিয়ে লম্বা একটা কাঠের টুকরো দিয়ে আটকে নিতে হবে। তারপর নিচের দিকটাও আর একটি চওড়া কিংবা সরু কাঠ দিয়ে আটকে নিতে হবে, যাতে মইটি ঠিকঠাক ভারসাম্য বজায় রাখতে পারে। এবার চাইলে এটাকে মনের মতো রং করে নিলেই দাঁড়িয়ে যাবে একটি নতুন কাপড়ের আলনা।

বুক কেস
পাশাপাশি দুটো মই জোড়া লাগিয়ে তাতে পরপর কয়েকটি চওড়া কাঠ তাকের মতো বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বুক কেস। এবার তালিকা ধরে গুছিয়ে রাখুন জায়গার অভাবে স্তূপ করে রাখা বইগুলো।

রান্নাঘরের তাক
রান্নাঘরের এলোমেলো পড়ে থাকা বাসন গুছিয়ে রাখতে ব্যবহার করা যেতে পারে বাঁশের মই। দেয়ালের একপাশে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার পর নির্দিষ্ট দূরত্ব পরপর হুক বসিয়ে নিলেই হয়ে যাবে থালাবাসন গুছিয়ে রাখার র‍্যাক।

ম্যাগাজিন হোল্ডার
ঘরের এক কোণে সরু কাঠের বা বাঁশের মইটিকে দাঁড় করিয়ে দিন। এবার আপনার ঘরে জমে থাকা ম্যাগাজিনগুলো দুই ভাগ করে ঝুলিয়ে নিন। পাশে রাখুন একটি ছোট্ট টুল। তাতে রাখতে পারেন কয়েকটি বই কিংবা মাটির পুতুল, হাতি-ঘোড়া যা আপনার পছন্দ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ