চকোলেটের মোড়ক দেখতে সুন্দর। এই মোড়কে অন্য কোনো জিনিস মুড়িয়ে নিলে সেটা দেখতেও ভালো লাগে। চকোলেট খাওয়া শেষে ফেলনা ভেবে ফেলে না দিয়ে মোড়ক দিয়ে বানাতে পারেন অনেক কিছু।
ওয়াল হ্যাঙিং
চার কোনা কার্ডবোর্ড নিন। তার ওপরে আঠা দিয়ে ভেলভেটের কাপড় লাগিয়ে নিন। বেশ কয়েকটি মোড়ক উল্টো করে রুপালি দিকটা পাতার আকারে কাঁচি দিয়ে কেটে নিন। সব একই আকারে না কেটে ছোট, মাঝারি ও বড় আকারে কেটে নিন। কাপড়ের ওপর আঠা লাগিয়ে মাঝারি পাতাগুলো বৃত্তাকারে বসিয়ে নিন। এরপর বড় পাতা দিয়ে সবশেষে বসিয়ে দিন ছোট চিকন পাতা। ব্যস, তৈরি হয়ে যাবে জমকালো ওয়াল হ্যাঙিং।
খেলনা হেয়ার ক্লিপ
খোসার মধ্যে অংশটা ঘুরিয়ে নিলে বো শেপ তৈরি হবে। তার ওপর ছোট আকারের মাথার ক্লিপ বা রাবার ব্যান্ড আঠা দিয়ে আটকে নিন। এক রঙের মোড়ক দিয়ে বানালে দেখতে ভালো লাগবে।
ছবির ফ্রেম
ফটো ফ্রেমের চার কোনা অংশের ওপরে আঠা লাগিয়ে নিন। এরপর এক রঙা বা ভিন্ন ভিন্ন চকলেটের মোড়ক সেঁটে দিন। আঠা শুকানোর জন্য এক ঘণ্টা অপেক্ষা করলেই পেয়ে যাবেন ভিন্ন রকমের ফটোফ্রেম।
ফোন কেস
বড় একটি চকোলেটের মোড়ক নিয়ে ফোন কেসের আকারে কেটে নিন। প্লাস্টিকের স্বচ্ছ ফোন কেসের মধ্যে ঢুকিয়ে দিন। আঠা দিয়ে না লাগালেও সমস্যা নেই। এর ওপরে ফোন থাকবে, তাই চকলেটের মোড়ক নড়বে না। এভাবে খুব কম খরচেই একেক দিন একেকটি ফোন কেস বানাতে পারেন।
খেলনার ঝুড়ি
খেলনা রাখার জন্য বাসায় কোনো ঝুড়ি থাকলে তাতে আঠা দিয়ে সেঁটে দিতে পারেন চকলেটের মোড়ক। শিশুরা পেলে বেশ খুশি হবে।